# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপি নেতা আবুল হাসান রতন (৫৮) হত্যার ঘটনায় রুবেল মিয়া নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৩ জানুয়ারি সোমবার ময়মনসিংহ থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান। তবে এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি বলে তিনি জানিয়েছেন। নিহত রতন রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। আটক রুবেল তাঁর প্রতিবেশি।
সোমবার বিকাল ৩টায় রাউতি গ্রামে রতনের দাফন সম্পন্ন হয়েছে। তাড়াইল উপজেলা বিএনপির আহবায়ক সাঈদুজ্জামান মোস্তফা জানিয়েছেন, জানাজায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ অংশ নিয়েছেন।
আগামীকাল বুধবার তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন হবার কথা ছিল। সম্মেলনকে কেন্দ্র করে বর্তমান কমিটির আহবায়ক সাঈদুজ্জামান মোস্তফা ও যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন লিটনের নেতৃত্বে দু’টি গ্রুপ তৈরি হয়। নিহত রতন ছিলেন মোস্তফার গ্রুপের নেতা। সম্মেলন নিয়ে শনিবার সন্ধ্যায় রাউতি ইউনিয়নের বানাইল বাজারে লিটনের একটি সভাকে কেন্দ্র করে রোববার সকালে ওই বাজারে দু’পক্ষের সংঘর্ষ হয়। এসময় লিটন গ্রুপের হাতে বল্লমের আঘাতে রতন নিহত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। উভয় পক্ষে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় রোববারই সম্মেলন স্থগিত করেছে জেলা কমিটি।
আহবায়ক সাঈদুজ্জামান মোস্তফা এ হত্যার জন্য যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন লিটন গ্রুপকে দায়ী করেছেন। তবে লিটনের মোবাইলে একাধিকবার ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।