# নিজস্ব প্রতিবেদক :-
বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে র্যাব গ্রেপ্তার করেছে। এরা হলেন, সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী ও ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এদেরকে ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় বৌলাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই চৌধুরী।
র্যাব কর্মকর্তা জানিয়েছেন, গত ৫ আগস্ট বিকালে জেলা শহরের নগুয়া এলকায় সিএনজি স্টেশনের কাছে বৈষম্য বিরোধী মিছিলে হামলা হলে কয়েকজন আহত হন। এ ঘটনায় শফিকুল ইসলাম হৃদয় নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করলে উপরোক্ত দুই নেতাকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।