• বুধবার, ০১ মে ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
আগামী ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বাংলা নববর্ষ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৮ এপ্রিল সোমবার সকাল এগারোটায় সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এর অসুস্থ জনিত কারনে অনুপস্থিত থাকায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম। সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুদ রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু। অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদিন, সহ-সভাপতি বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল, মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব শাখার সভাপতি এম এ হালিম, সংগীত শিল্পী ওস্তাদ কামাল আহমেদ কন্ঠশিল্পী ও ভৈরব শিল্পকলা পরিষদের সহ-সভাপতি আবু নাসের প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে আগামী পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) মঙ্গল শোভাযাত্রা সংক্ষিপ্ত পরিসরে করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সরকারি নির্দেশনা সকলের মতামতের ভিত্তিতে ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৪ এপ্রিল রোববার সকাল ৮টায় বঙ্গবন্ধু হল রুমে পান্তা উৎসবের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা, সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর কড়ইতলা অনুভবে অনুক্ষণ মঞ্চে বর্ষবরণ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভৈরব শিল্পকলা পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে সংগীত পরিবেশন করবেন। দুপুর ১২টায় নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সভায় ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা এবং শিল্পীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *