• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন |
  • English Version

হত্যা মামলায় যাবজ্জীবন নিয়ে ৮ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সজল -পূর্বকণ্ঠ

হত্যা মামলায় যাবজ্জীবন
নিয়ে ৮ বছর পর প্রধান
আসামি গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
যাবজ্জীবন সাজা নিয়ে ৮ বছর পালিয়ে থেকে অবশেষে র‌্যাবের হাতে প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। আসামি কুলিয়ারচরের পলানপুর জালবাড়ি এলাকার সজল মিয়া (৪৫)। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, তাঁর নেতৃত্বে সজলকে ২৯ মার্চ শুক্রবার রাতে গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আশরাফুল কবির জানান, ২০০৭ সালে টঙ্গি এলাকায় মো. সফর উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে সজল ও সহযোগিরা মোবাইল ফোন এবং টাকাপয়সা ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। ওই বছর ৩ নভেম্বর টঙ্গি থানায় একটি হত্যা মামলা হয়। ২০১৬ সালে আদালত সজলের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। এর পর থেকেই সজল নাম-ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি মো. আলমকেও গত ১৮ মার্চ র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বলে আশরাফুল কবির জানিয়েছেন। সজলকে শনিবার কুলিয়ারচর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *