• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন |
  • English Version

বাজিতপুরে নানা আয়োজনে বিশ্ব নারী দিবস পালিত

 

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব নারী দিবস ২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার ৮ মার্চ সকাল সাড়ে ১০টায় র্যা লির মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন । বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোঃ শফিউদ্দিন, বাজিতপুর উপজেলা মহিলা বিষয়ক সহকারী হোসনে আরা আক্তার বানু. উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
বক্তাগন বলেন, অধিকার কেউ কখনো দেয় না। এটাই পৃথিবীর বাস্তবতা। নারীকে সব সময় অবহেলার চোখে দেখা হয়। এই অবহেলা আর বৈষম্য থেকে রক্ষা পেতে নারীকেই এগিয়ে আসতে হবে। নিজেদের দাবি নিজেই আদায়ের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।আজ নারীরা পিছিয়ে নেই। তারা পুরুষের পাশাপাশি সকল কাজ করছে। বাংলাদেশে রাজনৈতিকভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে। তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নারী ক্ষমতায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *