• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
জবরদস্তি প্রসবে পা ভেঙেছে, দোষ হয়েছে সূর্যগ্রহণের বাজিতপুরে পাওয়ার গ্রিড উপকেন্দ্র চালু না হওয়ায় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা বেকারদের কর্মসংস্থানের আশ্বাস দিলেন চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন ভৈরবে দুর্বৃত্তের ইটের আঘাতে এক ব্যক্তির মৃত্যু এখন যেন হাওরে শোভা পাচ্ছে ধানের আলপনা মুক্তিযোদ্ধার বাড়িতে তান্ডব কেটেছে শতাধিক গাছ পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলায় চেয়ারম্যানসহ আসামি ২৩, গ্রেপ্তার ৪ হোসেনপুরে রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারও গ্রামবাসী ভৈরবে শতাধিক বয়স্ক রিকশা ও ভ্যান চালকের মাঝে ওসি সফিকুল ইসলামের খাদ্য সহায়তা প্রদান

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার গ্রেপ্তার দুইজন

কিশোরগঞ্জে অপহৃত
মাদ্রাসা ছাত্র উদ্ধার
গ্রেপ্তার দুইজন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রকে সিলেট থেকে র‌্যাব উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে দুই অপহরণকারীকে। উদ্ধার হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংরা উপজেলার নজরুল ইসলাম লিটনের ছেলে নিদানুর ইসলাম লাবিব (১৩)। গ্রেপ্তারকৃত অপহরণকারী বান্দরবানের আলীকদমের মনির আহমেদের ছেলে মো. আব্দুল্লাহ (২৬) ও কুমিল্লার মুরাদনগরের আব্দুল কুদ্দুছের ছেলে মো. রাসেল (২৫)। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির তাঁর কার্যালয়ে রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, লাবিব কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় হেফজুল আরকাম হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র। গত ২২ ডিসেম্বর বিকালে লাবিব কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার বাসা থেকে মাদ্রাসায় যায়। সন্ধ্যা ৭টায় এক মাদ্রাসা শিক্ষক লাবিবের মা লুৎফা বেগমকে ফোনে জানান, লাবিব মাদ্রাসায় যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও লাবিবের সন্ধান না পেয়ে ২৫ ডিসেম্বর কিশোরগঞ্জ সদর থানায় ডায়রি করা হয়। এর একটি কপি র‌্যাব ক্যাম্পে দেয়া হয়।
এদিকে অপহরণকারী আব্দুল্লাহ বিভিন্ন সময় লাবিবের পরিবারকে ফোন করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে হত্যার হুমকি দেয়া হয়। শনিবার বিকাশ নম্বরে দুই দফায় ২৮ হাজার টাকাও পাঠানো হয়। বিকাশ নম্বরের সূত্র ধরে র‌্যাব সদস্যরা শনিবার রাত ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখোলা এলাকা থেকে লাবিবকে উদ্ধার করেন এবং দুই অপহণকারী আব্দুল্লাহ ও রাসেলকে গ্রেপ্তার করেন। অপহৃত লাবিব ও দুই অপহরণকারীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *