• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে বড় আজলদী ফসলের মাঠে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫০টি ঘোড়া তিনটি গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে পাকুন্দিয়া উপজেলাসহ কিশোরগঞ্জ ও কটিয়াদী উপজেলা থেকে আগত হাজার হাজার দর্শনার্থী সমবেত হয়।
প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে প্রথম বিজয়ীকে ফ্রিজ, দ্বিতীয় বিজয়ীকে ছাগল ও এলইডি রঙ্গিন টেলিভিশন, তৃতীয় বিজয়ীকে মোবাইল সেট পুরষ্কার হিসেবে দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য শান্তনা পুরষ্কার দেয়া হয়।
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুদ্দিনের সভাপতিত্বে এ সময় সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুল হক সেলিম, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, ইউপি সদস্য হযরত আলী, চন্ডিপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *