• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা কমিটি গঠন

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জে সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের (সকস্বাশিপ) জেলা কমিটি গঠন করা হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার বিকেলে কিশোরগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যাপক চিত্তরঞ্জন বর্মনকে সভাপতি ও হোসেনপুর সরকারি কলেজের অধ্যাপক নাহিদা সুলতানা স্বর্ণাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যাপক চিত্তরঞ্জন বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সকস্বাশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ওবায়দুল হক খান, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হালদার।
হোসেনপুর সরকারি কলেজের অধ্যাপক নাহিদা সুলতানা স্বর্ণা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক প্রনব কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক নির্মল হালদার, ঢাকা জেলার সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সনজিত বৈদ্য, উপদেষ্টা মো. সাদেক আকন্দ, অমিতাভ বিশ্বাস, প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা যে সমুন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে সবার আগে দরকার শিক্ষকদের মধ্যে বিদ্যমান সকল ধরনের বৈষম্য দূরীকরণ। কেননা শিক্ষকরাই পারে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে বড় ভূমিকা রাখতে। শিক্ষা ব্যবস্থায় প্রনীত নুতন কারিকুলাম একটি উন্নত দক্ষ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদ এ বিষয়ে সকল ধরনের সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করবে। এ সময় নতুন সরকারিকৃত বেশিরভাগ কলেজে শিক্ষকদের এডহক নিয়োগ সম্পন্ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *