• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালিত

# রাজন সরকার :-
নানা কর্মসূচীর মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। শনিবার সকাল ৮টায় পাকুন্দিয়া সরকারি কলেজ চত্ত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা ও পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৯টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাকুন্দিয়া থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও বেলার ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *