• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের সাড়ে ৬৮ লাখ টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের
সাড়ে ৬৮ লাখ টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল :-

করোনা বিস্তার রোধকল্পে মাস্ক পরিধান নিশ্চিত করা, দ্রব্যমূল্য ও যানবাহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে ৭৯১টি ভ্রাম্যমাণ আদালত ২ মাস ৯ দিনে মোট ৬৮ লাখ ৫২ হাজার ৭২০ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২০ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা, স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণ, যানবাহন নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে এসব অভিযান চালানো হয়। এসময় করোনা বিস্তার রোধসহ বিভিন্ন অপরাধে ৬১০টি অভিযানে ৩ হাজার ৮১০টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে ৬৬ লাখ ৯২ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেয়া হয়।
এছাড়া মাস্ক ব্যবহার না করায় ২৭ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত ১৮১টি অভিযানে ৭২৯টি মামলায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৬০ হাজার ৩৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, জনগণকে করোনা সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসন তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *