• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
দুদিন ধরে বিদ্যুৎ নেই ভৈরবের তিন ইউনিয়নে, ভোগান্তিতে জনজীবন স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতি, এলাকায় উত্তেজনা, তদন্ত কমিটি গঠন হোসেনপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন কাজী আছমা কুলিয়ারচর স্টেশন থেকে ১৯টি ট্রেনের টিকেটসহ রেলওয়ে খালাসী কর্মী আটক কিশোরগঞ্জে শিলাবৃষ্টি সন্তানদের সংবাদ সম্মেলন মুক্তিযুদ্ধের এক শহীদের বাড়ি দখলের অভিযোগ গাছ চাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা কিষাণী নিহত কিশোরগঞ্জে ৫০ মিনিটের স্বস্তির বৃষ্টি বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল টিকেট কালোবাজারি থামছেই না বুকিং ক্লার্কের সহযোগী ফের ধরা

বাজিতপুরে এমপি আফজাল হোসেনের বিশাল জনসভা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে বিশাল এক জনসভার মধ্য দিয়ে ব্যাপক শোডাউন করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। আজ ১৮ অক্টোবর বুধবার বিকালে পৌরশহরের ঐতিহাসিক ডাকবাংলোর মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে এই জনসভাটি অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন বলেন, যতদিন আমার প্রতি বাজিতপুর-নিকলীর মানুষের ভালোবাসা থাকবে, ততদিন আফজালের মনোনয়ন নিয়ে কোনো সন্দেহ নেই। আমার বিরুদ্ধে যারা মাঠে নেমেছেন তাদের কোনো জনসমর্থন নেই। তারা বসন্তের কোকিল। এমপির বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা এটা ওদের জানা উচিত। গত ১৫ বছরে আমি নিকলী-বাজিতপুরে প্রচুর উন্নয়ন করেছি। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার পক্ষে আছে। আজকের জনসমাবেশ এটা প্রমাণ।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় দেশে অভাবিত উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবো।
জনসভায় যোগ দিতে নিকলী ও বাজিতপুর উপেজলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী স্লোগান ও বাদ্যযন্ত্রসহ হাতে লগি, বৈঠা, ব্যানার-ফেস্টুনসহ দলে দলে মিছিল নিয়ে অংশ নেন।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঞা জনি, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *