# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ২২টি কেন্দ্রে ২০ আগস্ট রোববার বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় ১২৯ জন এইচএসসি পরীক্ষার্থী অনুপস্থিত। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা গেছে, ২২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৯৩৩ জন। এর মধ্যে রোববার উপস্থিত ছিলেন ১৭ হাজার ৮০৪ জন। অনুপস্থিত ছিলেন ১২৯ জন। আর ২২টি কেন্দ্রের প্রতিটিতেই অনুপস্থিতি দেখা গেছে। এর মধ্যে জেলা সদরের সরকারি গুরুদয়াল কলেজ কেন্দ্রে সর্বাধিক ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে এই ১২৯ জনের মধ্যে বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার দিনই অনুপস্থিত ছিলেন ১১৯ জন। ফলে রোববার দ্বিতীয় পত্রের দিন নতুন করে আরও ১০ জন অনুপস্থিত ছিলেন।