• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে করোনা উপসর্গ নিয়ে মৃত সবজি ব্যবসায়ী জানে আলম করোনা আক্রান্ত ছিলনা

ভৈরবে করোনা উপসর্গ নিয়ে মৃত সবজি
ব্যবসায়ী জানে আলম করোনা আক্রান্ত ছিলনা

# মিলাদ হোসেন অপু :-

অবশেষে মৃত্যুর ৫ দিন পর জানা গেল ভৈরবের সবজি ব্যবসায়ী জানে আলম করোনা ভাইরাসে আক্রান্ত ছিলনা। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প. প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ। তিনি আরো বলেন, ১৯ মে মঙ্গলবার পাঠানো ১৪ জনের পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ৩ জন করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন।
জানা যায়, ১৯ মে মঙ্গলবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে জানে আলম মারা যায়। খবর পেয়ে ওই দিন রাতেই মৃত ব্যক্তি জানে আলমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সে পৌর এলাকা চণ্ডিবের মোল্লা বাড়ির মনসুর মোল্লা’র ছেলে। পৌর ফেরিঘাট মিনা বাজার এলাকার সবজি ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে উপজেলা প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, গত ১৯ মে মঙ্গলবার ১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ২৪ মে রোববার হাতে এসেছে। তাদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি জানে আলম করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে একই দিনের ৩ জন করোনা পজেটিভ এসেছে। তাদের মধ্যে চণ্ডিবের এলাকার ২ জন। কালিপুর এলাকার ১ জন। এ নিয়ে ভৈরবে মোট আক্রান্ত ৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।
এছাড়া গত ২০, ২২, ২৩ মে এর সংগ্রহকৃত নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, ২১ মে বৃহস্পতিবার সকালে পৌর শহরের ভৈরবপুর দক্ষিন পাড়া এলাকার বাসিন্দা কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৭০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। খবর পেয়ে ওই দিনই নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। যা এখনো রিপোর্ট পাওয়া যায় নি। এ ছাড়াও গত ১৫ মে রাত ১১ টায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চণ্ডিবের মধ্যপাড়া এলাকার বাবু সুচনী দাস এর ছেলে বাবু অমিয় দাস (৫৫) মৃত্যু বরণ করে। তিনি মারা যাওয়ার আগে ১৪ মে করোনা উপসর্গ নিয়ে ভৈরব ট্রমা সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি মারা যান। পরে ১৯ মে মঙ্গলবার রিপোর্ট আসে তিনি করোনা পজেটিভ ছিলেন। সেই সাথে একমাত্র ব্যক্তি তিনি ভৈরবে করোনায় মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *