• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
আপডেট নিউজ ; ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ভৈরবে জাইকার উদ্যোগে ড্রেন নির্মাণ কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত ভৈরবের ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি কলেজে উন্নীত হয়েছে ভৈরবে পপি’র কৈশোর কর্মসূচীর উদ্যোগে ভলিবল খেলা ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাকুন্দিয়ায় অভিবাসী কর্মীদের একত্রিকরণে সেমিনার বাজিতপুর পৌর যুবদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা আগামীকালের নির্বাচনের লক্ষ্যে পুলিশ সমাবেশ ভৈরব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে মেডি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুলিয়ারচরে স্মার্টফোন দিয়ে নকল করার সময় ১ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার। ২ পরীক্ষার্থীসহ এক শিক্ষকের বিরুদ্ধে মামলা! ২ পরীক্ষার্থী আটক 

# মুহম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন মুহুর্তে কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে কেন্দ্রের বাহিরে পাঠানো এবং উত্তর সংগ্রহ করে নকল করার সময় মো. ইউসুফ (১৭) নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কেন্দ্র সচিব।
এ ঘটনায় ৯ মে মঙ্গলবার মুছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আবু নাসের মো. আব্দুল্লাহ বাদী হয়ে মোবাইল ফোনের প্রকৃত মালিক বহিষ্কৃত পরীক্ষার্থীর পাশের সিটের অপর পরীক্ষার্থী আশরাফুল (১৭) ও বাহির থেকে ম্যাসেঞ্জারে শিক্ষার্থীকে প্রশ্নের উত্তর লিখে পাঠিয়ে সহায়তা করা শিক্ষক মো. বাছির মিয়াসহ বহিষ্কৃত পরীক্ষার্থী ইউসুফ মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা নং-৯ দাখিল করার পর পরীক্ষার্থী মো. ইউসুফ ও আশরাফুলকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। এ সংবাদ পেয়ে নকল দিয়ে সহায়তা করা শিক্ষক বাছির মিয়া এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
আটককৃত মো. ইউসুফ উপজেলার ছয়সূতী ইউনিয়নের ধুপাখালী গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ও আশরাফুল একই গ্রামের মো. মিলন মিয়ার পুত্র। তারা দুইজনই ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। পলাতল শিক্ষক মো. বাছির মিয়া (২৮) ছোট ছয়সূতী এলাকার জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। সে ধুপাখালী গ্রামের মো. মুর্শিদ মিয়ার ছেলে।
১০ মে বুধবার দুপুর দুইটার দিকে আটককৃত দুই পরীক্ষার্থীকে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সারাদেশের ন্যায় ৯ মে মঙ্গলবার এসএসসি গণিত পরীক্ষা চলছিলো। এসময় কুলিয়ারচর উপজেলার ২নং কেন্দ্র মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এসএসসি পরীক্ষার্থী মো. ইউসুফ স্মার্টফোন দিয়ে প্রশ্নের ছবি তুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে বাহিরে থাকা জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. বাছির মিয়ার নিকট পাঠায়। শিক্ষক মো. বাছির মিয়া প্রশ্নপত্রের উত্তর লিখে পরীক্ষার্থী মো. ইউসুফের ম্যাসেঞ্জারে প্রেরণ করেন। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে ওই শিক্ষার্থীকে মোবাইল ফোনসহ হাতেনাতে ধরে কেন্দ্র সচিবের নিকট হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার হলে স্মার্টফোনসহ অভিযুক্ত শিক্ষার্থী মো. ইউসুফ হাতেনাতে ধরা পড়ে। পরে কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়ে এ ঘটনায় জড়িত দুই পরীক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়।
কেন্দ্র সচিব ও মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের মো. আব্দুল্লাহ বলেন, পরীক্ষা হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক হাতেনাতে স্মার্টফোনসহ ধরা পড়ায় পরীক্ষার্থী মো. ইউসুফকে বহিষ্কার করা হয়। এ ঘটনা সহায়তাকারী হিসেবে স্মার্টফোনের প্রকৃত মালিক পরীক্ষার্থী আশরাফুল ও কেন্দ্রের বাহির থেকে সহায়তা করা শিক্ষক বাছির মিয়া এবং বহিস্কৃত পরীক্ষার্থী মো. ইউসুফের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তুফা বলেন, আটককৃত দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে ১০ মে বুধবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *