• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:১৭ অপরাহ্ন |
  • English Version

মা-বাবাকে শিক্ষিতরাই বেশি অবজ্ঞা করেন ….. মাহবুব ইকবাল

বক্তব্য রাখছেন বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল -পূর্বকণ্ঠ

মা-বাবাকে শিক্ষিতরাই
বেশি অবজ্ঞা করেন
        ….. মাহবুব ইকবাল

# নিজস্ব প্রতিবেদক :-
সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আজ ১২ এপ্রিল বুধবার দুপুরে বয়স্ক ও শয্যাশায়ীদের সেবা বিষয়ে একটি সেমিনার হয়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান। সেমিনারের প্রধান অতিথি জেলা বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল বলেছেন, ‘দেশে শিক্ষার হার বাড়ছে। অন্যদিকে মা-বাবার প্রতি অবজ্ঞার হারও বাড়ছে। এখন শিক্ষিতরাই বেশি মা-বাবাকে অবজ্ঞা করেন। মা-বাবা সর্বস্ব উজার করে সন্তানকে শিক্ষিত করেন, বিদেশে পাঠান। কিন্তু তাঁদের অসুস্থতার সময়, মৃত্যুর সময় অধিকাংশ সন্তানই কাছে থাকেন না। একই দেশে, একই শহরে অবস্থান করেও মা-বাবার খোঁজ রাখেন না। মা-বাবা অসুস্থ হয়ে মাসের পর মাস শয্যাশায়ী থাকেন, সন্তানরা একবার চোখের দেখাও দেখতে আসেন না। আবার স্বল্পশিক্ষিত মধ্যবিত্তের মধ্যেও মা-বাবার দায়িত্ব ভাগাভাগি নিয়ে ঠেলাঠেলি হয়। মা-বাবা পড়ে বিপাকে। শেষ বয়সে তাঁদের বৃদ্ধাশ্রমে উঠতে হয়। জন্মদাতা মা-বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না’। প্রধান অতিথি তাঁর আত্মীয়দের উদাহরণ টেনে এসব কথা বলেছেন এবং সবাইকে নৈতিক ও মানবিক মূলবোধ জাগ্রত করার জন্য আহবান জানিয়েছেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প.প. বিভাগের উপ-পরিচালক নাজমুল আনোয়ার, ডেপুটি সিভিল সার্জন এসএম তারেক আনাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফাতেমা-তুজ জহুরা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মোহসীন খান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক, সমকাল প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ। সেমিনারে বার্ধক্যের সময় খাদ্যাভ্যাস, জীবনাচরণ, ওষুধ নির্ভরতা পরিহার করে প্রাকৃতিক নিয়মে শরীরের যত্নসহ বিভিন্ন উপায় সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *