• সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
দুদিন ধরে বিদ্যুৎ নেই ভৈরবের তিন ইউনিয়নে, ভোগান্তিতে জনজীবন স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতি, এলাকায় উত্তেজনা, তদন্ত কমিটি গঠন হোসেনপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন কাজী আছমা কুলিয়ারচর স্টেশন থেকে ১৯টি ট্রেনের টিকেটসহ রেলওয়ে খালাসী কর্মী আটক কিশোরগঞ্জে শিলাবৃষ্টি সন্তানদের সংবাদ সম্মেলন মুক্তিযুদ্ধের এক শহীদের বাড়ি দখলের অভিযোগ গাছ চাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা কিষাণী নিহত কিশোরগঞ্জে ৫০ মিনিটের স্বস্তির বৃষ্টি বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল টিকেট কালোবাজারি থামছেই না বুকিং ক্লার্কের সহযোগী ফের ধরা

করিমগঞ্জের অপহরণ ও ধর্ষণ মামলায় ১৪ বছর ও যাবজ্জীবন কারাদণ্ড

শফিকুল ইসলাম

করিমগঞ্জের অপহরণ ও
ধর্ষণ মামলায় ১৪ বছর
ও যাবজ্জীবন কারাদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জের পিটুয়া এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ধর্ষককে দুটি ধারায় ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিমকে প্রদানের কথা রায়ে বলা হয়েছে। আজ ২১ মার্চ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত আসামি পিটুয়া গ্রামের মো. দ্বীন ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৪)।
তাকে অপহরণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৭ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমনা করা হয়েছে। একই আইনের ৯(১) ধারায় ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রী ঘরের বাইরে বাথরুমে গেলে তাকে শফিকুল ইসলাম জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পাশের জঙ্গলে ধর্ষণ করে। দীর্ঘক্ষণ মেয়ে ঘরে না আসায় তার বাবা স্বজনদের নিয়ে খুঁজতে বেরিয়ে মেয়ের কান্না শুনতে পেয়ে জঙ্গল থেকে তাকে উদ্ধার করেন। এসময় ঘটনাস্থল থেকে আসামিকে হাতেনাতে পাকড়াও করে করিমগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে। ঘটনার পরদিন মেয়ের মা বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নং- ১৫) করলে আজ ২১ মার্চ রায় ঘোষিত হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট এমএ আফজল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম পলাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *