• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না

ভৈরবে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ২১

ভৈরবে ছিনতাই ও মাদক সেবনের
অভিযোগে গ্রেফতার ২১

: নিজস্ব প্রতিবেদক :

ভৈরবে দুই দিনের অভিযানে ২১ জন অপরাধী গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই, মাদক সেবন, বিক্রি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
১৩ জানুয়ারি সোমবার ও ১২ জানুয়ারি রোববার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে দুজন নারী।
দুই বছর ধরে ভৈরবে চুরি, ছিনতাই ও মাদকের আগ্রাসন বেড়েছে। নানা উদ্যোগেও এই অপরাধ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এ অবস্থায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে ছিনতাইভীতি ছড়িয়ে পড়েছে। পুলিশের ধারণা, প্রতিটি ছিনতাইয়ের পেছনে মাদকের যোগসূত্র রয়েছে। এ কারণে ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে একসঙ্গে অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগের সদস্যরা। পুলিশ বলছে, তিন মাসের মধ্যে শতাধিক ছিনতাইকারী, মাদকসেবী ও বিক্রেতাকে ধরা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ অপরাধীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
১২ জানুয়ারি রোববার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা আদালতের নেতৃত্ব দেন। মাদক সেবনের দায়ে পৌর এলাকার ভৈরবপুর দক্ষিণ পাড়ার মো. শামীম, চণ্ডিবের মধ্যপাড়ার মো. আশিক, কামরুল ইসলাম, হজরত আলী ও কালিপুর পশ্চিম পাড়ার মানিক মিয়াকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়। কালীপুর থেকে আটক মো. শাহিনের কারাদণ্ড হয়েছে ছয় মাস।
ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ বলেন, সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের পঞ্চবটি পুকুর পাড় এলাকা থেকে সোহাগ মিয়া ও সুমন মিয়া নামের দুই যুবককে আটক করে। মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের তিন মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক মাসুদুর রহমান জানান, অপরাধীদের ধরতে তাদের দপ্তরের কর্মকর্তারা সক্রিয় রয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, মাদকের আগ্রাসন কমিয়ে আনা গেলে ভৈরবের মূল সমস্যা ছিনতাইসহ অন্য অপরাধ কর্মকাণ্ড তুলনামূলকভাবে কমে আসবে। এ কারণে এই দুই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *