• সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:০২ অপরাহ্ন |
  • English Version

করিমগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের মাদক বাল্যবিয়ে বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী -পূর্বকণ্ঠ

করিমগঞ্জে সম্মিলিত সামাজিক
আন্দোলনের মাদক বাল্যবিয়ে
বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে করিমগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রী-শিক্ষকদের নিয়ে সামাজিক অবক্ষয়, কিশোর অপরাধ, মাদক ও বাল্যবিয়ে বিরোধী কর্মশালা হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কীর সভাপতিত্বে শিক্ষক চন্দ্রা সরকারের সঞ্চালনায় আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যক্ষ আলফাজ উদ্দিন দিপু, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া, পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম ফারুক, করিমগঞ্জ উপজেলা মহিলা পরিষদ সভাপতি শাহিদা আক্তার খানম, সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবির, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা শারমিন, করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, আজকের সামাজিক অবক্ষয়ের ¯্রােতে তরুণ-কিশোররা বিপথগামী হচ্ছে। পড়াশোনায় মনযোগ কমে যাচ্ছে। এর জন্য অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ স্মার্ট ফোন। এটি বর্তমান অগ্রসরমান যুগের জন্য একটি আবশ্যক ডিজিটাল ডিভাইস হলেও এর দ্বারা নানা বয়সের মানুষ আজ আসক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্মার্ট ফোনের সুবাদে করোনা মহামারির সময় অনলাইন ক্লাস করে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ধারাবাহিকতা কিছুটা সচল রাখা গেছে। কিন্তু এর দ্বারা নানা রকম আপত্তিকর ভিডিও গেম এবং অশ্লীল সংস্কৃতির সংস্পর্শে এসে তাদের মধ্যে নেতিবাচক পরিবর্তনও দেখা যাচ্ছে। স্মার্ট ফোনের অতিমাত্রায় আসক্তির কারণে নানা বয়সের মানুষের এখন জীবনযাত্রার রুটিনই পরিবর্তিত হয়ে যাচ্ছে। গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকা, দুপুর পর্যন্ত ঘুমানো, সকালের নাস্তা দুপুরে খাওয়া, ইত্যাদি নানারকম জীবনাচরণের ব্যত্যয় ঘটছে। এতে মন, মেজাজ, মস্তিষ্ক, চোখসহ স্বাস্থ্যের ওপর সুদূরপ্রসারি ক্ষতিকর প্রভাব পড়ছে। এমনকি আত্মহত্যা এবং কিশোর অপরাধের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। বক্তাগণ বাল্যবিয়ের কুফল সম্পর্কে ছাত্রীদের সতর্ক করে বলেন, তোমাদের অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে হবে। এখন নারীরা বিভিন্ন বড় বড় জায়গায় স্থান করে নিচ্ছেন। রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন। তোমাদেরকেও সেই জায়গায় যাওয়ার কথা ভাবতে হবে। কাজেই কেবল নিজেদের ক্ষেত্রেই নয়, অন্য মেয়েদের বাল্যবিয়ের ক্ষেত্রেও প্রতিবাদ করতে হবে। বিভিন্ন কর্তৃপক্ষকে হ্যাল্পলাইনে ফোন করে জানাতে হবে। বাল্যবিয়ে মানে শৈশবেই একটি মেয়েকে ভয়াবহ বিপদে ঠেলে দেওয়া। এর হাত থেকে রক্ষার উদ্যোগ নিতে হবে। বক্তাগণ মাদকের কুফল সম্পর্কেও সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, আজকে সারাদেশে মাদকে ছেয়ে গেছে। যেসব পরিবারে একজন মাদকাসক্ত আছে, তাদের মত বিড়ম্বনা খুব পরিবারেই আছে। মাদকাসক্তদের কারণে সামাজিক অনাচার অশান্তিও বেড়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলার পাশাপাশি আইন শৃংখলা বাহিনী এবং প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানিয়েছেন। পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠনের ওপরও বক্তাগণ গুরুত্বারোপ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *