• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে সমীক্ষা সভা

বক্তব্য রাখছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কৃষি গবেষণা
কেন্দ্র স্থাপনে সমীক্ষা সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ একটি সমৃদ্ধ কৃষিভিত্তিক জেলা। এখানে জেলার চাহিদা মিটিয়ে আরও উদ্বৃত্ত উৎপন্ন হয় দানাদার খাদ্যশস্য এবং শাকসবজি। অথচ এ জেলায় প্রচ- চাহিদা থাকার পরও একটি কৃষি গবেষণা উপকেন্দ্র ছাড়া কৃষি গবেষণার জন্য কোন পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র নেই। ফলে পূর্ণাঙ্গ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতাসমপন্ন সমীক্ষা দল কিশোরগঞ্জ সফর করেছে। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী তামিম রহমানের সভাপতিত্বে সমীক্ষা দলের অন্য সদস্যরা হলেন একই বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ চন্দ্র আচার্য্য ও কৃষি প্রসেসিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আসলাম আলী।
সমীক্ষা দলের উপস্থিতিতে আজ ২১ সেপ্টেম্বর বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের কৃষি গবেষণা উপকেন্দ্রে সম্ভাব্যতা যাচাই সমীক্ষার লক্ষ্যে ফোকাস গ্রুপের মতবিনিময় সভা হয়েছে। কৃষি গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমীক্ষা দলের সদস্যগণ ছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও কৃষকগণ বক্তব্য রাখেন। সভায় কিশোরগঞ্জ জেলার কৃষির গুরুত্ব তুলে ধরে বলা হয়, কিশোরগঞ্জে ভাল ফলন হলে দেশের খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা বিধান হয়। আর এ জেলায় ফলন বিপর্যয় হলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এ জেলার বিভিন্ন এলাকার মাটির বৈশিষ্ট বিভিন্ন রকম। বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়। রোগবালাইয়ের ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ফলে এগুলি নিয়ে স্থানীয়ভাবে গবেষণার সুযোগ থাকা বাঞ্ছনীয়। তা না হলে ফলনের ক্ষেত্রে প্রত্যাশিত মাত্রা অর্জন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীও আগামী ২০৩০ সালের মধ্যে দেশে সকল প্রকার খাদ্যোৎপাদন দ্বিগুণ করার তাগিদ দিয়েছেন। সেই কারণেই কিশোরগঞ্জে একটি পূর্ণাঙ্গ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর এই গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগটি কেবল কিশোরগঞ্জের জন্য নয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্যও জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে সমীক্ষা দলের সদস্যসহ উপস্থিত সকলেই স্বীকার করেছেন। এ জেলায় একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র স্থাপিত হলে আশপাশের অন্যান্য জেলাও উপকৃত হবে বলে সভায় মত প্রকাশ করা হয়। আর গবেষণা কেন্দ্রের জন্য শহরতলিতে প্রয়োজনীয় জমির ব্যবস্থা করে রাখা হয়েছে বলেও সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *