• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন |
  • English Version

৩৭ কেজি গাঁজা পাচারকালে ভৈরবে ২ জন আটক

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে ৩৭ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পুরকুইল গ্রামের মো. হান্নান মিয়া’র ছেলে মো. শরিফ মিয়া (৩০) ও বিজয়নগর উপজেলার ক্ষিরাতলা গ্রামের মো. জালাল আহমেদের ছেলে মো. তৌফিক (১৯)।
র‌্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে মাদক ব্যবসায়ীরা। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক পাচারের জন্য একটি চক্র ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল ৩০ জুন বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ভৈরবের নাটাল মোড়ে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করতে থাকে। এসময় একটি প্রাইভেটকার আসলে গাড়িটিকে তল্লাশি করলে এতে ৩৭ কেজি গাঁজা পাওয়া যায়। পরে দুই মাদক পাচারকারী মো. শরিফ মিয়া ও মো. তৌফিক’কে আটক করে র‌্যাব। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত ২টি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *