• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
দুদিন ধরে বিদ্যুৎ নেই ভৈরবের তিন ইউনিয়নে, ভোগান্তিতে জনজীবন স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতি, এলাকায় উত্তেজনা, তদন্ত কমিটি গঠন হোসেনপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন কাজী আছমা কুলিয়ারচর স্টেশন থেকে ১৯টি ট্রেনের টিকেটসহ রেলওয়ে খালাসী কর্মী আটক কিশোরগঞ্জে শিলাবৃষ্টি সন্তানদের সংবাদ সম্মেলন মুক্তিযুদ্ধের এক শহীদের বাড়ি দখলের অভিযোগ গাছ চাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা কিষাণী নিহত কিশোরগঞ্জে ৫০ মিনিটের স্বস্তির বৃষ্টি বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল টিকেট কালোবাজারি থামছেই না বুকিং ক্লার্কের সহযোগী ফের ধরা

কুলিয়ারচরে মুছা মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত, তিন সংসদ সদস্যের আবেগঘন স্মৃতিচারণ

# নিজস্ব প্রতিবেদক :-

কুলিয়ারচরে বিশিষ্ট সমাজসেবক দানবীর দেশের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মুছা মিয়া (সিআইপি)’র প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ ১৯ জুন রোববার বেলা ১১টার দিকে কুলিয়ারচর কোল্ড স্টোরেজ চত্বরে এ শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শোকসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৫ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড. মো. জিল্লুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, বাজিতপুর উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান শিবলী, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার আহমেদ বেনুসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তিন সংসদ সদস্য কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান, দানবীর, শিক্ষানুরাগী, দেশের বিশিষ্ট শিল্পপতি মরহুম মুছা মিয়াকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
কুলিয়ারচর কোল্ড স্টোরে আয়োজিত উক্ত স্মৃতিচারণ সভা শেষে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের প্রিন্সিপাল মুফতি কাইয়ুম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *