• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে ২৬ কেজি গাঁজা ৩ বোতল হুইস্কিসহ ৯ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

# মো. রিয়াদ হোসেন :-

ভৈরবে ২৬ কেজি গাঁজা ও ৩ বোতল হুইস্কি’সহ ৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ১ জুন বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে পৌর শহরের ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবপুর উত্তরপাড়া নাটালমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত করা হলো ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কালনদর এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে আবু বক্কর (২২), নরসিংদী জেলার মাধবদী উপজেলার বাথুয়াদী এলাকার মৃত সানাউল্লাহ’র ছেলে মো. সবুজ মিয়া (২৪), একই উপজেলার কলকান্দা এলাকার মৃত নশর মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২২), আনন্দী এলাকার ফজলুল করিমের ছেলে মো. জুয়েল মিয়া (২৫), নরসিংদী সদর উপজেলার বানিয়ারচর এলাকার সুন্দর আলীর ছেলে মো. জসিম মিয়া (১৯), ছোট গদাইর ছর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে মো. সোহান (১৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আকাবপুর এলাকার মো. খলিল মিয়ার ছেলে মো. সজিব মিয়া (১৯), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পলবান্দা বেপারী পাড়া এলাকার পাক বেপারীর ছেলে মো. মানিক বেপারী (২৬), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঘাটলা এলাকার মৃত মালেকের ছেলে মো. মহিন উদ্দিন (২৪)।
র‌্যাব সূত্রে জানা জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম এর নেতৃত্বে ভৈরব পৌর শহরের ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা, ৩ বোতল হুইস্কি, মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। আসামিদের প্রাথমিক বিজ্ঞাসাবাদে জানাযায় তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *