• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:০৯ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ৫ দিনের রোভার স্কাউট প্রশিক্ষণে মনোরম তাবু জলসা

বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৫ দিনের
রোভার স্কাউট প্রশিক্ষণে
মনোরম তাবু জলসা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স প্রশিক্ষণকালে ১৪ মে শনিবার রাতে অনুষ্ঠিত বিনোদনমূলক তাবু জলসায় বিভিন্ন উপদলের মনোরম পরিবেশনায় সবাই বিমোহিত হয়েছেন। তাবু জলসায় বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষার্থী শিক্ষকগণ জারি গান, কাউয়ালি গান, লোকগান ও নাচ দিয়ে সবাইকে মাতিয়ে রাখেন। তাবুল জলসার আগে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের দুই সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী ও অধ্যাপক এইচএম ছালেক, যুগ্ম-সম্পাদক এএসএম মোস্তাফিজুর রহমান, জেলা রোভারের সম্পাদক কামরুল আহসান প্রমুখ।
এসময় প্রফেসর জামালুর রহমানসহ অন্যান্য বক্তা স্কাউট আন্দোলনের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, বিশ্বজুরে এটি একটি সেবাধর্মি আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে ছেলেমেয়েদের যুক্ত করতে পারলে তারা বিপথগামী হবে না। বক্তাগণ বলেন, স্কাউট আন্দোলনে কিশোরগঞ্জ অনেক জেলার চেয়ে এগিয়ে। আগামী দিনে এর আরও উন্নতি ও সমৃদ্ধি ঘটবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। শহরের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী এই রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স প্রশিক্ষণ। এতে প্রশিক্ষণ গ্রহণ করছেন জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মুক্ত স্কাউট গ্রুপের ৪০ জন প্রশিক্ষণার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *