• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন |
  • English Version

রড চালানের নামে গাঁজা পাচারকালে কিশোরগঞ্জে র‌্যাবের হাতে আটক ২

রডের আড়ালে গাঁজা পাচারকালে আটক দুই মাদক ব্যবসায়ী -পূর্বকণ্ঠ

রড চালানের নামে গাঁজা
পাচারকালে কিশোরগঞ্জে
র‌্যাবের হাতে আটক ২

# নিজস্ব প্রতিবেদক :-

ট্রাকে করে রডের চালানের আড়ালে গাঁজা পাচারকালে খাগড়াছড়ির দুই মাদক ব্যবসায়ীকে কিশোরগঞ্জের র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ভৈরব হয়ে ময়মনসিংহে একটি মাদকের চালান যাচ্ছে বলে র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য আসে। এর ভিত্তিতে গতকাল ১০ মে মঙ্গলবার রাতে সদর উপাজেলার পুলেরঘাট বাজার এলাকায় র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ১২টার দিকে রডবাহী একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালালে রডের ভেতর ১৬ কেজি ৪শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় খাগড়াছড়ির রামগড় থানাধীন রামগড় পৌরসভার বটামটিলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৩১) ও একই এলাকার মো. বেলালের ছেলে মমিন মিয়াকে (১৯) ট্রাক, রড, গাঁজা, মাদক বিক্রির ১৪শ’ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোনসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *