• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
দুদিন ধরে বিদ্যুৎ নেই ভৈরবের তিন ইউনিয়নে, ভোগান্তিতে জনজীবন স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতি, এলাকায় উত্তেজনা, তদন্ত কমিটি গঠন হোসেনপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন কাজী আছমা কুলিয়ারচর স্টেশন থেকে ১৯টি ট্রেনের টিকেটসহ রেলওয়ে খালাসী কর্মী আটক কিশোরগঞ্জে শিলাবৃষ্টি সন্তানদের সংবাদ সম্মেলন মুক্তিযুদ্ধের এক শহীদের বাড়ি দখলের অভিযোগ গাছ চাপায় শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা কিষাণী নিহত কিশোরগঞ্জে ৫০ মিনিটের স্বস্তির বৃষ্টি বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল টিকেট কালোবাজারি থামছেই না বুকিং ক্লার্কের সহযোগী ফের ধরা

পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মে) বিকেলে ঈদুল ফিতর উপলক্ষে প্রেসক্লাবের পুরাতন ও বর্তমান সংবাদকর্মী এবং সুধীজনদের নিয়ে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ রশীদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম তানভীর হায়দায় ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন (নিউজ) এবিএম নূরুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক কায়সার আহমদ লিংকন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, সাবেক সহ-সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন কিশোর, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবদুল আউয়াল মোহাম্মদী, প্রেসক্লাবের সহ-সভাপতি তরীকুল হাসান শাহীন, এসএএম মিনহাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাজন সরকার, প্রচার সম্পাদক দিলিপ রবিদাস, কার্যকরী সদস্য মিজানুর রহমান, ওমর ফারুক আকন্দ, সাবেক কোষাধ্যক্ষ আরিফুল হাসান আরজু প্রমুখ।
অনুষ্ঠানটি নতুন ও পুরাতন সংবাদকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যসহ কার্যকরী ও সাধারণ সদস্য এবং সুধীজনদের উপস্থিতি ছিল প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *