• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের ধর্ষণের যাবজ্জীবনের আসামি রাজধানীতে গ্রেফতার

র‌্যাবের হাতে গ্রেফতার ধর্ষণের যাবজ্জীবনের আসামী টিটু -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের ধর্ষণের
যাবজ্জীবনের আসামি
রাজধানীতে গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানীর উত্তরখান থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল ২৮ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে ধর্ষণ মামলার প্রধান আসামি সদর উপজেলার ভাসানিয়ারচর গ্রামের ইসলামের ছেলে মো. টিটুকে (৪২) গ্রেফতার করতে সক্ষম হয়।
মেজর শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, ২০০৫ সালের ১০ মে কিশোরগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় টিটুকে প্রধান আসামি করে একটি ধর্ষণ মামলা (নং ১৮) করা হয়। আদালতের রায়ে ২০১৩ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর পর থেকে টিটু ছদ্ম বেশ ধারণ করে ৯ বছর ধরে ঢাকার মীরপুর ও উত্তরখানসহ বিভিন্ন এলাকায় কখনও ভ্যানে কাপড় বিক্রি, কখনও সবজি বিক্রি করে আসছিলেন। র‌্যাব গোয়েন্দা নজরদারি করে বৃহস্পতিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলে মেজর শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *