• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরবে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

# মিলাদ হোসেন অপু :-

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্থির চিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভৈরব উপজেলা প্রশাসন। আজ ২৮ মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা চত্বরে কড়ই তলায় এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ্ প্রমুখ।
আলোচনা সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণের একমাত্র কারণ হলো বঙ্গবন্ধু হতে শেখ হাসিনা দ্বারা যে উন্নয়ন হয়েছে তার প্রতিফল। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ পদ্মা সেতু হয়েছে নিজস্ব অর্থায়নে, হয়েছে বিদ্যুৎ প্লানেট, হচ্ছে উড়াল সেতু, রেলসেতু, বড় হচ্ছে রাস্তা-ঘাট। আগামী ৪১ সালে দেশকে উন্নয়নশীল দেশে পরিবর্তন করতেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আলোচনা শেষে বাংলাদেশের উন্নয়নের আলোকচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। শেষে বিভিন্ন স্কুল কলেজের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *