• সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে চাহিদা ও দামে জমজমাট পাটকাঠির বাজার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ৯টি মনোনয়নপত্র বিক্রি হাওরের পশ্চাতপদ শিক্ষার্থীরা জীবন পাল্টানোর স্বপ্ন দেখছে আধুনিক ডিজিটাল ডিভাইসে তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা না করার অভিযোগে সংবাদ সম্মেলন নিহত সজীবের পরিবারের আব্দুল লতিফ RPC সভাপতি ও কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলার শাখার কমিটি গঠন কমছে কীটনাশক প্রয়োগ, ধানের জমিতে পোকাদমনে জনপ্রিয় হচ্ছে পার্চিং নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর ৯৩তম জন্মবার্ষিকী পালিত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে উৎসব মুখর পরিবেশে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর ৯৩তম জন্মদিন পালিত হয়েছে। আজ ৯ মার্চ বুধবার এই বর্ষিয়ান রাজনৈতিক প্রবাদ পুরুষ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর জন্মদিন উপলক্ষে ভৈরব উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সকাল ৯টায় কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহিফলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অহিদ মোল্লা, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি ও ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক অরুণ আল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাকীব রায়হান, উপজেলা আওয়ামী লীগ অন্যতম সদস্য কবিরুজ্জামান নোমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মো. রিয়াদ, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ষিয়ান রাজনৈতিক, ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানকে ভৈরববাসী হারায়নি, হারিয়েছে ভৈরবের উন্নয়ন। যা ধ্যান-ধারণা, চিন্তা চেতনায় ভৈরব নয় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মরিয়া ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় অন্যতম যেকজন সহকর্মী ছিলো তাদের মধ্যে একজন প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান।
প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মেহের আলী মিয়া প্রখ্যাত আইনজীবী এবং তৎকালীন ময়মনসিংহ লোকাল বোর্ডের চেয়ারম্যান ও জেলা বোর্ডের সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এমএ এবং এলএলবি ডিগ্রিধারী ছিলেন মো. জিল্লুর রহমান। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলের ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টে বৃহত্তর ময়মনসিংহ জেলা নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ও তৎকালীন পূর্বপাকিস্তান আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হন। ১৯৫৬ সালে কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও ষাটের দশকে ঢাকা জেলা আইনজীবী সমিতির সম্পাদক, ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। তিনি স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে গণপরিষদ সদস্য হিসেবে সংবিধান প্রণয়নে অংশ নেন। একই বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি এবং জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ৪ বছর কারাবন্দি ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান। আওয়ামী লীগ পুনগঠনের পর ১৯৮৪ সালে তিনি আবারো দলের সাধারণ সম্পাদক হন। ১৯৯২, ১৯৯৭ সালে কাউন্সিলেও পরপর ২ বার দলের সাধারণ সম্পাদক এবং ২০০২ সালে কাউন্সিলে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। জিল্লুর রহমান ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী পাশাপাশি সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার সহধর্মিনী বেগম আইভি রহমান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট এক বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত হয়ে ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন। ছেলে আলহাজ্ব নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন। তার রয়েছে দুই মেয়ে তানিয়া বখত ও ময়না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *