• সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাহেরবালী (SESDP) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হোসেনপুরে চাহিদা ও দামে জমজমাট পাটকাঠির বাজার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ৯টি মনোনয়নপত্র বিক্রি হাওরের পশ্চাতপদ শিক্ষার্থীরা জীবন পাল্টানোর স্বপ্ন দেখছে আধুনিক ডিজিটাল ডিভাইসে তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা না করার অভিযোগে সংবাদ সম্মেলন নিহত সজীবের পরিবারের আব্দুল লতিফ RPC সভাপতি ও কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলার শাখার কমিটি গঠন কমছে কীটনাশক প্রয়োগ, ধানের জমিতে পোকাদমনে জনপ্রিয় হচ্ছে পার্চিং নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাওরের পশ্চাতপদ শিক্ষার্থীরা জীবন পাল্টানোর স্বপ্ন দেখছে আধুনিক ডিজিটাল ডিভাইসে

হাওরের পশ্চাতপদ শিক্ষার্থীরা
জীবন পাল্টানোর স্বপ্ন দেখছে
আধুনিক ডিজিটাল ডিভাইসে

# নিজস্ব প্রতিবেদক :-
দেশের অন্যতম পশ্চাতপদ এলাকা কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি জেলার হাওরাঞ্চল। কী শিক্ষা, কী স্বাস্থ্য, কী সাংস্কৃতিক পরিমণ্ডল, কী যোগাযোগ অবকাঠামো- জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই হাওর জনপদের জনগোষ্ঠী শত শত বছর ধরে পশ্চাতপদ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও সমতল এলাকাগুলোর তুলনায় এখনও এরা পিছিয়ে।
তবে হাওরাঞ্চলের শিক্ষার্থীরা এখন চেষ্টা করছেন নিজেদের এগিয়ে নেওয়ার। শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে। বেড়েছে আধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রতি আগ্রহ। হাওরের পশ্চাতপদ শিক্ষার্থীরা জীবন পাল্টানোর স্বপ্ন দেখছেন আধুনিক ডিজিটাল ডিভাইসে। তারা এখন ডিজিটাল প্রযুক্তিতে কন্টেন্ট তৈরি করা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ডিজিটাল কনন্টেন্ট তৈরিসহ নানামাত্রিক সমস্যা সমাধানের পথ অনুসন্ধান করছেন।
হাওরের শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তিগত সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। কিশোরগঞ্জের শতভাগ হাওর উপজেলা নিকলীতে শিক্ষার্থীদের নিয়ে পপির এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক প্রকল্পের উদ্যোগে ‘ডিজিটাল লিটারেসি’ বিষয়ক দুই দিনের কর্মশালা করা হয়েছে। শনিবার ও রোববার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৯৬ জন শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় বিশেষভাবে অন্তর্ভুক্ত ছিল ডিজিটাল কন্টেন্ট তৈরি ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের ব্যবহার, অনলাইন শিক্ষা প্লাটফরম- যেমন এনসিটিবি শিক্ষক ডট কম, ১০ মিনিট স্কুল ডাটা ও তথ্য ইত্যাদি। কর্মশালায় জানানো হয়, ডিজিটাল লিটারেসি চর্চা শিক্ষার্থীদের শুধু পাঠদানে সহায়ক নয়, বরং তাদের উচ্চ শিক্ষা, কর্মসংস্থান ও আত্মোন্নয়নের জন্যও অপরিহার্য।
অংশগ্রহণকারীরা জানান, কর্মশালার মাধ্যমে তারা ডিজিটাল দুনিয়ায় নিজেদের নতুনভাবে চিনতে পারছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার টুলস ব্যবহারের অভিজ্ঞতা তাদের পাঠ গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজত ও আনন্দদায়ক করে তুলবে।
কর্মশালায় রোববারের সমাপনী দিনে ডিজিটাল লিটারেসি কার্যক্রমের ওপর বক্তব্য রাখেন জেলা পপির সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলম। তিনি বলেন, হাওর অঞ্চলের শিক্ষার্থীদের সামগ্রিক পশ্চাতপদতা দূর করতে ডিজিটাল শিক্ষা অপরিহার্য। এই কর্মশালাটি তাদের আত্মবিশ্বাস জোগাবে, ডিজিটাল প্রযুক্তি জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে সহায়তা করবে, যা আগামীর ডিজিটাল প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে সহায়তা করবে।
কর্মশালা পরিচালনা করেন পপির জেলা সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলম ও ফিল্ড সুপারভাইজার গৌরব মোদক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড সুপারভাইজার সমীর চন্দ্র আদিত্য, মিনা আক্তার ও তৌহিদা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *