• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ২৩ ইউনিয়নের ১৫টিতে নৌকা বিজয়ী

কিশোরগঞ্জে ২৩ ইউনিয়নের
১৫টিতে নৌকা বিজয়ী

# নিজস্ব প্রতিবেদক :-

২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলার ২৩টি ইউনিয়নে নৌকার জয় হয়েছে ১৫টিতে। একটিতে জয় পেয়েছে লাঙ্গল। বাকি ৬টিতে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীগণ। আর একটিতে ফলাফল স্থগিত রয়েছে।
সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা নিয়ে বিজয়ী চারজন হলেন, কর্শাকড়িয়াইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. বদর উদ্দিন, বৌলাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন, মারিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদ এবং মাইজখাপন ইউনিয়নে আবুল কালাম আজদ তারু। মহিনন্দ ইউনিয়নে লাঙ্গল নিয়ে বিজয়ী হয়েছেন লিয়াকত আলী। স্বতন্ত্র বিজয়ী ৫ জন চেয়ারম্যান হলেন, যশোদল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, রশিদাবাদ ইউনিয়নে জহিরুল ইসলাম জুয়েল, বিন্নাটি ইউনিয়নে শফিকুল ইসলাম শফিক, চৌদ্দশত ইউনিয়নে আতাহার আলী এবং দানাপাটুলি ইউনিয়নে মাজহারুল ইসলাম মাসুদ। অন্যদিকে লতিবাবাদ ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় এখানে ফলাফল স্থগিত রয়েছে।
নিকলী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে নৌকা নিয়ে বিজয়ী ৬ জন হলেন, নিকলী সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ তুলিপ, কারপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাকি আমান খান, গুরই ইউনিয়নে মো. তোতা মিয়া, শিংপুর ইউনিয়নে মোহাম্মদ আলী, জারুইতলা ইউনিয়নে মো. আফরোজ এবং ছাতিরচর ইউনিয়নে ইয়ার খান। এছাড়া দামপাড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন।
কুলিয়ারচর উপজেলার ৫টি ইউনিয়নেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরা হলেন, ছয়সূতি ইউনিয়নে মো. ইকবাল হোসেন, ফরিদপুর ইউনিয়নে এসএম আজিজ উল্লাহ, উছমানপুর ইউনিয়নে নিজাম উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে এনামুল হক আবু বাক্কার এবং সালুয়া ইউনিয়নে মোহাম্মদ কাইয়ুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *