• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:০১ অপরাহ্ন |
  • English Version

ভৈরবের ৩৫৭ টি অবৈধ মোবাইল ও ০১টি গাড়ী‘সহ ০১ মোবাইল চোরাচালানকারীকে আটক

 # মিলাদ হোসেন অপু :-

ভৈরবের ৩৫৭ টি অবৈধ মোবাইল ও ০১টি গাড়ী‘সহ ০১ মোবাইল চোরাচালানকারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। গতকাল রবিবার ০২ অক্টোবর রাত ১১ টা ২০মি র‌্যাব- ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব দূর্জয় মোড় ট্রাফিক বক্স এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে অবৈধ মোবাইল চোরাচালানকারী যোজন বিশ্বাস দূর্জয়(২৭) কে আটক করে। যোজন সিলেটের বালাগঞ্জ থানার আদিত্যপুর গ্রামের বিধু দাস এর ছেলে। এ বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যোজনকে ৩শ ৫৭ পিছ মোবাইলসহ আটক করা হয়। মোবাইল প্রাচারে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। যোজন দীর্ঘদিন যাবত ঢাকা‘সহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল গুলো পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন। উদ্ধারকৃত অবৈধ মোবাইল ও চোরাচালানকারী যোজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *