• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version

গণটিকার দ্বিতীয় ডোজের জন্য প্রতিটি টিকাকেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে টিকার জন্য নারী-পুরুষের দীর্ঘ লাইন। -পূর্বকন্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে গণটিকার আওতায় চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ গ্রহণকারী ৭৩ হাজার ৯৬৭ জনকে দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে। টিকা নেয়ার জন্য আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রতিটি টিকাদান কেন্দ্রেই নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এক অফিসিয়াল নোটিশে জানিয়েছেন, ৭, ৮ ও ৯ আগস্ট যারা গণটিকার আওতায় প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, তাদেরকে স্ব স্ব তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর পূর্বের টিকাদান কেন্দ্রেই সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। প্রত্যেককে টিকা গ্রহণের নিবন্ধন কার্ড এবং জাতীয় পরিচয় পত্রের কপি সঙ্গে নিয়ে যেতে হবে।
সিভিল সার্জন জানিয়েছেন, গণটিকার বাইরেও ১৮ হাজার ৯৯০ জন নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তারাও এই সময়ে দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। ফলে দ্বিতীয় ডোজের আওতায় মোট ৯২ হাজার ৯৫৭ জনকে টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *