• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে করোনায় ৩ জন মারা গেছেন, নতুন রোগি ৬৩ জন, সুস্থ হলেন ৩২ জন

কিশোরগঞ্জে করোনায়
৩ জন মারা গেছেন
নতুন রোগি ৬৩ জন
সুস্থ হলেন ৩২ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজ শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, সদরের ৩৫ বছরের, বাজিতপুরের ৬০ বছরের, আর নিকলীর ৬৩ বছরের তিন পুরুষ করোনা রোগি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধনি অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১৩৬ জন। অন্যদিকে ২২০টি নমুনা পরীক্ষায় নতুন করোনা রোগি শনাক্ত হয়েছে ৬৩ জন। যার ৪৩ জনই সদরের। আর কটিয়াদীতে ৬ জন, বাজিতপুরে ৪ জন, হোসেনপুর ও ভৈরবে ৩ জন করে, কুলিয়ারচরে ২ জন, আজ পাকুন্দিয়া ও অষ্টগ্রামে একজন করে। এছাড়া পুরনো দুই রোগির নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৮ জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৪৭টি নমুনা। তবে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩২ জন, যার ২৮ জনই সদরের। আর কুলিয়ারচরের ২ জন ও মিঠামইনের ২ জন। আজ রাতে জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১ হাজার ৮৪৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *