• শনিবার, ১৮ মে ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরবে বেড়েছে করোনা স্বাস্থ্য সচেতনতায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরবে বেড়েছে করোনা
স্বাস্থ্য সচেতনতায় ভ্রাম্যমাণ
আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

সারাদেশের ন্যায় ভৈরবেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৫ জুন শুক্রবার ভৈরবে আক্রান্তের রোগীর সংখ্যা ২১ জন। এ সংক্রমণ ঠেকাতে আজ ২৬ জুন শনিবার ভৈরব পৌর শহরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জন ব্যক্তিকে ৯৫০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় সহযোগিতায় ছিলেন ভৈরব থানা পুলিশ।
এ বিষয়ে লুবনা ফারজানা বলেন, সারাদেশে করোনা শনাক্ত ও মৃত্যুর হার পুনরায় বৃদ্ধি পেয়েছে। ভৈরবের পরিস্থিতিও আশঙ্কাজনক। এখনই স্বাস্থ্য সচেতন না হলে ভৈরবের অবস্থা ভয়াবহরূপ নিবে। গতকাল শুক্রবার করোনায় ২১ জন আক্রান্ত হয়েছে। এ সংক্রমণ মোকাবেলায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আলম স্যারের নির্দেশনায় ভৈরবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ সময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ১০ জনকে ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে পথচারীকে স্বাস্থ্য সচেতন করে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *