• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও জামাত হচ্ছে না

কিশোরগঞ্জের শোলাকিয়ায়
এবারও জামাত হচ্ছে না

# মোস্তফা কামাল :-

করোনা মহামারির কারণে গতবছর দেশে খোলা মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছিল। ফলে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাসহ কোন মাঠেই ঈদের জামাত হয়নি। এবারও একই করণে বিশালায়তনের শোলাকিয়া ঈদগাটি প্রতিষ্ঠার প্রায় পৌনে তিনশ’ বছরের ইতিহাসে ফাঁকা পড়ে থাকবে। এখানে প্রতি বছর দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে এশিয়ার বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও বিশাল এক অখণ্ড জনসমুদ্রের দৃশ্যপট দেখা যাবে না। জেলা শহর এবং আশপাশের পথঘাট জনস্রোতে মুখরিত হবে না।
গত ৯ মে রোববার শোলাকিয়া ঈদগা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক সভায় এবারের ঈদ জামাত উপলক্ষে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ১২ দফা নির্দেশনা তুলে ধরা হয়। সেখানে খোলা মাঠের পরিবর্তে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক জামাতের নির্দেশনা দেয়া হয়েছে। সেই মোতাবেক সভা থেকে কিশোরগঞ্জের সকল মসজিদে একাধিক জামাত ব্যবস্থাপনা এবং জামাতের সময়সূচি নির্ধারণের জন্য জেলা ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দেয়া হয়েছে। গতবছরও অনুরূপভাবেই ঈদুল ফিতর এবং ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছিল। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী ঈদুল আযহার জামাতও একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *