• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে ২ অয়েল মিলকে ৪৫ হাজার টাকা জরিমানা

হোসেনপুরে ২ অয়েল মিলকে
৪৫ হাজার টাকা জরিমানা

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভেজাল সরিষা তেল তৈরী করার দায়ে দুটি অয়েল মিলকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৮ এপ্রিল বুধবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার।
এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের র‌্যাবের সদস্যরা।
র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে হোসেনপুর বাজারে পিয়ার হোসেন অয়েল মিল ও ইব্রাহিম অয়েল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অয়েল মিলে নোংরা পরিবেশে সরিষার তেল তৈরীতে পামওয়েল ব্যবহারের আলামত পাওয়া যায়।
পরে পিয়ার হোসেন অয়েল মিলের মালিক পিয়ার হোসেনকে ২০ হাজার টাকা ও ইব্রাহিম অয়েল মিলের মালিক মো. ইব্রাহিম মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *