• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে মূল্য তালিকা ছাড়াই পণ্য বিক্রির অভিযোগ

হোসেনপুরে মূল্য তালিকা
ছাড়াই পণ্য বিক্রির অভিযোগ

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রকাশ্যে মূল্য তালিকা ছাড়াই পণ্য বিক্রি করার অভিযোগ উঠছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার সদর বাজার, আশুতিয়া বাজার, হোসেনপুর নতুন বাজার, রামপুর বাজার, গোবিন্দপুর বাজার, হাজীপুর বাজার, সুরাটি বাজারসহ বিভিন্ন বাজারে পণ্য বিক্রয়ের কোনো মূল্য তালিকা টানানো হয়নি।
পুরো লকডাউন ও রমজানে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছে। বাজার মনিটরিং ব্যবস্থা চালু না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে দাবী করেছেন এলাকার সচেতন মহল। এদিকে নিম্ন আয়ের মানুষ চড়া দামে পণ্য কিনতে হিমসিম খাচ্ছে। বিশেষ করে কিছু কাপড় ব্যবসায়ী কৌশলে একদর সাইনবোর্ড লাগিয়ে সাধারণ ক্রেতাদেরকে ধোকা দিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার জানান, পবিত্র রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী ভোক্তার কাছ থেকে অতিরিক্ত মূল্য নিলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *