• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত

কিশোরগঞ্জে ডিজিল্যাব থেকে কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কর্মহীন মানুষের
মাঝে খাদ্য বিতরণ অব্যাহত

# মোস্তফা কামাল #

চলমান করোনা ভাইরাস আতঙ্কের কারণে এখন প্রায় সবাই যার যার বাড়িতে স্বেচ্ছাবন্দি। এরকম পরিস্থিতিতে বেশি বিপদে আছে কর্মহীন শ্রমজীবী পরিবারগুলো। তাদের সাহায্যে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি এগিয়ে এসেছেন। চাল-ডাল, আলু-তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে তাদের সহায়তা করা হচ্ছে। ১ এপ্রিল বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের ‘ডিজিল্যাব’ নামে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কর্মহীন ও দরিদ্র পরিবারগুলোর হাতে একটি করে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়েছে। বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোহসীন, সার্জন নজরুল ইসলাম মোল্লা ও ডিজিল্যাবের জিএম আনোয়ার হোসেন বাচ্চুসহ অন্যান্য কর্মকর্তাগণ চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন ও তেলের একটি করে প্যাকেট পরিবারগুলোর হাতে তুলে দিয়েছেন। ডিজিল্যাবের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়েছে। এছাড়া বাসদ (মার্কসবাদী) নেতৃবৃন্দও হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তায় দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *