• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘সাহায্য লইয়া বাঁচন লাগবো কাজের লাইগা আইছি কাজ তো ফাইতাছি না’

‘সাহায্য লইয়া বাঁচন লাগবো
কাজের লাইগা আইছি
কাজ তো ফাইতাছি না’

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার মোড়ে রয়েছে প্রাত্যহিক শ্রমের হাট। এখানে সকালে এসে জড়ো হন রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, মাটিকাটা শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মীসহ নানা কাজের শ্রমিক। এটা তাদের সারা বছরের রুটিন। অপেক্ষায় থাকেন, কেউ তাদের কাজে নিয়ে যাবেন। কিন্তু কেউ আসে না। হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
আখড়াবাজার শ্রমের হাটে গিয়ে দেখা গেছে, অর্ধশতাধিক বিভিন্ন ধরনের শ্রমিক শীতের কাপড় মুড়িয়ে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। সেখানে কথা হয় শহরতলির রশিদাবাদ এলাকার মাটিকাটা শ্রমিক জুয়েল মিয়ার সাথে। তিনি বললেন, ‘যত শীতই থাউক, কাম না করলে পরিবার নিয়া কি খায়াম (খাবো) কী। এই শীতে বাড়িত বাইয়া থাকলে চলতো না। এর লাইগাই কাম করতাম আইছি। কিন্তু কেউ কামে নিতাছে না। অহন তো সাহায্য লইয়া বাঁচন লাগবো। সরহার আমরারে সাহায্য দেউক।’ এভাবেই নিজের অসহায়ত্বের কথাগুলো উচ্চারণ করছিলেন জুয়েল মিয়া। এই শ্রমের হাটে এসেছিলেন শহরের হারুয়া এলাকার রাজমিস্ত্রী আইন উদ্দিনও। তিনিও হতাশা ব্যক্ত করে জানালেন, এই শীতে মানুষ কাজও করাতে চায় না। ফলে বাড়ি ফিরে যেতে হবে। কাজ না পেলে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হয়। মানুষের কাছ থেকে ধারকর্জ করে কম খরচে চলতে হয়। এসব কর্জের টাকাও তো শোধ করতে হবে। অন্যান্য কায়িক শ্রমে নিয়োজিত শ্রমজীবীদের পরিবারেও চলছে দুর্দিন।
বেশ কিছুদিন ধরেই কিশোরগঞ্জে চলছে দুর্বিসহ শৈত্য প্রবাহ। কোন কোন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হচ্ছে, যা অতীতে দেখা যায়নি। নিকলীতে গত ২৮ ডিসেম্বর তাপমাত্রা ছিল দেশের সর্বনিম্ন, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরদিনও ছিল দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবারও ছিল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এই শৈত্য প্রবাহের ফলে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ ও মৎস্য আহরণ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানিয়েছেন, উঁচু এলাকার বোরো ধানের নতুন বীজতলাগুলোতে কোল্ড ইনজিউরির জন্য কিছুটা ক্ষতি হবে। তবে দিনের বেলায় রোদ উঠলে ক্ষতি কম হবে। অবশ্য হাওর এলাকায় এতটা সমস্যা হবে না বলে তিনি জানিয়েছেন। কারণ সেখানে অধিকাংশ বোরো জমিতে চারা রোপন হয়ে গেছে। যেসব বীজতলা এখনও রয়ে গেছে, সেগুলির চারা পরিণত হয়ে গেছে, তেমন সমস্যা হবে না।
রাস্তাঘাটও প্রায় ফাঁকা দেখা যায়। সকালে থাকে ঘন কুয়াশা। তখন যানবাহনকে লাইট জ্বালিয়ে পথ চলতে হয়। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। বুধবার সন্ধ্যায় হোসেনপুরের গোবিন্দপুর-নান্দাইল সড়কে এরকমই একটি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গোবিন্দপুর গ্রামের বাসিন্দ আলাল মিয়া। কয়েকজন অটোরিকশার যাত্রী আহত হয়েছেন। তবে কুয়াশা হালকা থাকলেও শীতের তীব্রতা কমছে না।
কোন জরুরি কাজ না থাকলে চাকুরিজীবী ছাড়া সাধারণ মানুষ ঘর ছেড়ে বের হচ্ছেন না। কিছু মানুষকে সুয়েটারের ওপর শাল, সুয়েটারের ওপর জ্যাকেট বা ব্লেজার পরে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। প্রচণ্ড শীতে ঠাণ্ডাজনিত অসুখবিসুখও বাড়ছে। বিশেষ করে শিশু ও প্রবীণরা বেশি কাবু হচ্ছেন। হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা আছে ৬৬টি। কিন্তু এই শীতে ভর্তি থাকছে প্রায় দ্বিগুণ। অনেক শিশুকে মেঝেতেও থাকতে হচ্ছে। শীত মোকাবেলায় এখন প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে ফুটপাত আর শপিং মলের গরম কাপড়ের দোকানে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা জানিয়েছেন, এখন পর্যন্ত জেলার জন্য সরকারি ত্রাণের কম্বল বরাদ্দ হয়েছে আট হাজার। এর মধ্যে পাঁচ হাজার এসেছে। সেগুলি উপজেলাওয়ারি বণ্টন করার পর অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে। বাকি তিন হাজার কম্বলও শিগগিরই চলে আসবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *