• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মনোনয়ন না পেলেও নিয়েছেন মনোনয়নপত্র কর্মীরা চাইলে হবেন প্রার্থী

মনোনয়ন না পেলেও
নিয়েছেন মনোনয়নপত্র
কর্মীরা চাইলে হবেন প্রার্থী

# নিজস্ব প্রতিবেদক :-
আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রার্থীদের মনোনয়পত্র। ফলে ইতোমধ্যে রিটার্নিং ও সহাকারী রিটার্নিং কর্মকর্তাদের অফিস থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করে দিয়েছেন। এর মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে দলের মনোয়ন না পেলেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম খান চুন্নু। তিনি ১৫ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কিশোরগঞ্জ-১ আসনের দলের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। দল মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমও কুলিয়ারচরের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটার তালিকার সিডির ১৭ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিযেছেন। এছাড়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের গণতন্ত্রী পার্টির প্রার্থী দলের করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়াও ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি ভোটার তালিকার সিডি বাবদ ১৩ হাজার ৫০০ টাকা জমা দিয়ে মনোনয়ন ফরম নিয়েছেন।
মনোনয়ন না পেয়ে রেজাউল করিম খান চুন্নুসহ এই আসনের আরও পাঁচ মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক দুই সহ-সভাপতি রুহুল হোসানইন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ও হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রেজাউল করিম খান চুন্নু মনোনয়ন ফরম সংগ্রহের কথা স্বীকার করে বলেছেন, তাঁর পক্ষে একজন ভোটার তালিকার সিডির ১৭ হাজার ৫০০ টাকা জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাতে আন্দোলনরত অন্য পাঁচজন মনোনয়ন প্রত্যাশীরও সম্মতি রয়েছে।
তিনি জানান, ‘মনোনয়ন যদি পরিবর্তন না হয়, তাহলে দলের বেশিরভাগ নেতা-কর্মী ও জনগণের সমর্থন থাকলে আমি নির্বাচনে প্রার্থী হব।’ অন্যদিকে দলের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামকে এ বিষয়ে প্রশ্ন করলে বলেন, ‘যে কেউ চাইলে মনোনয়ন ফরম সংগ্রহ করতেই পারেন। তবে বিষয়টি দলের হাই কমান্ড দেখবে। আমার এ বিষয়ে কিছু বলার নেই।’ এদিকে জেলা জামায়াতে ইসলামীর আমীর কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রার্থী অধ্যাপক রমজান আলী জানিয়েছেন, তাঁরা কেউ গতকাল বুধবার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তবে যেদিনই সংগ্রহ করেন, ৬টি আসনের প্রার্থী একযোগে সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। এনসিপি থেকেও কেউ গতকাল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইকরাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *