# মোস্তফা কামাল :-
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি হয়েছিলেন মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি। এরপর তিনিই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ৯ মাসের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীর দামপাড়া গ্রামে। এখানকার ভোটার হিসেবেই তিনি ১৯৭০ ও ১৯৭৩ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। স্বাধীনতার পর তিনি শিল্প মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঘাতকদের গুলি আর বেয়নেটের আঘাতে মারা গেছেন পঁচাত্তরের ৩ নভেম্বর। তাঁর মৃত্যুর ৪৪ বছর পর ২০১৯ সালে জেলা পরিষদের উদ্যোগে জেলা শহরের কালিবাড়ি এলাকায় নরসুন্দা নদীর তীরে একটি আবক্ষ ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। এমন একজন মানুষের ম্যুরালটিও রক্ষা পায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট গণঅভ্যুত্থান সফল হওয়ার দিন সেটি ভেঙে ফেলা হয়েছে। শহরতলির বড়পুল এলাকায়ও সৈয়দ নজরুলের একটি ভাস্কর্য ভাঙা হয়েছ।
ম্যুরালের আশপাশে কোন বাসাবাড়ি নেই। কয়েকটি দোকান রয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সেখানে গিয়ে কথা হয় ফল ব্যবসায়ী সাদ্দাম হোসেনের সাথে। তাকে প্রশ্ন করা হয়, সেদিন কারা এই ভাংচুরে অংশ নিয়েছিল। তিনি জানান, সেদিন উত্তাল আন্দোলনের কারণে এবং কারফিউ থাকার কারণে শহরের সকল দোকানপাটই বন্ধ ছিল। ফলে তিনি সেদিন শহরতলির বৌলাই এলাকার বাড়িতে ছিলেন। যে কারণে এসব দৃশ্য দেখার সুযোগ ছিল না। সেদিন জেলা আওয়ামী লীগ অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। ফলে আন্দোলনের নেতৃস্থানীয়রা প্রধানত সেখানেই ছিলেন। আর ম্যুরাল এলাকায় মূলত স্বতঃস্ফূর্ত লোকজন হামলা চালিয়েছিল, নেতৃস্থানীয় কারও নাম পাওয়া যায়নি। তবে তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা ইকরাম হোসেন জানিয়েছেন, সৈয়দ নজরুলের ম্যুরালে পরিকল্পিতভাবে কোন হামলা হয়নি। সেদিন হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ আওয়ামী লীগের সাথে সম্পর্কিত যা পেয়েছে ভেঙেছে। তবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ম্যুরালটি এখনও অক্ষত রয়েছে। কেউ ভাংতে যায়নি।
সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের বাসিন্দা সিপিবি নেতা অ্যাডভোকেট এনামূল হক বলেছেন, ‘আমি একই ইউনিয়নের বাসিন্দা হিসেবে সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে গর্ব অনুভব করি। আমি ভিন্ন রাজনীতি করি। কিন্তু তাতে সৈয়দ নজরুলের প্রতি শ্রদ্ধার কোন কমতি নেই। তাঁর ম্যুরালটি এভাবে ভাংচুর করাটা মোটেও মেনে নিতে পারছি না। এটা এক ধরনের বর্বর ও অকৃতজ্ঞ আচরণ হয়েছে বলে আমি মনে করি।’
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেএম মহাবুব আলম বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে মানুষের আপত্তি নেই। কিন্তু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাড়ি, জাতীয় চার নেতা, সাতজন বীরশ্রেষ্ঠ, তাদের ভাস্কর্য বা ম্যুরাল, এসব হলো মুক্তিযুদ্ধের অংশ, মুক্তিযুদ্ধের স্মৃতি। এসবের ওপর আক্রমণ কোন মতেই গ্রহণযোগ্য হতে পারে না। ম্যুরাল ভাঙাটা মানুষ মোটেও সমর্থন করে না। এসব নিদর্শন বর্তমান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মনিষীদের সম্পর্কে জানার সুযোগ ও আগ্রহ তৈরি করতো।’ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব নূরুল হক বলেন, সৈয়দ নজরুল এলাকায় একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি কিশোরগঞ্জের গর্ব ছিলেন। তাঁর ম্যুরাল এভাবে ভেঙে ফেলাটা কেউ ভালভাবে নেয়নি। তবে ম্যুরাল ভাঙার ঘটনায় কেউ থানায় বা আদালতে মামলা করতে গেছেন, এমন কোন তথ্য কারও জানা নেই। সেই পরিবেশও ছিল না। সৈয়দ নজরুলের ম্যুরালের পশ্চিম পশে সৈয়দ আশরাফুল ইসলামের একটি ম্যুরাল ছিল। সেটিও তখন ভেঙে ফেলা হয়েছে।
উপজেলা পর্যায়ে ভাংচুর
জেলার ১৩ উপজেলাতেই প্রতি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। এর সবগুলোই ভাংচুরের শিকার হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে কিছু মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যও ভাঙা হয়েছে। তাড়াইল উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে তিন মুক্তিযোদ্ধার একটি সুউচ্চ ভাস্কর্য ভাঙা হয়েছে। বাজিতপুর উপজেলা সদরের আলোছায়া সিনেমা হল মোড়ে ছিল বঙ্গবন্ধুর ম্যুরাল মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য। সেটিও ভাঙা হয়েছে। করিমগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকায়ও একটি মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙা হয়েছে। ভৈরব শহরের প্রবেশদ্বারে সড়কের নাম বঙ্গবন্ধু সরণি। বঙ্গবন্ধু আসায় এই সড়কে একটি তোরণ নির্মাণ করা হয়েছিল। সেই থেকে এ সড়কের নাম হয় বঙ্গবন্ধু সরণি। তৎকালীন মেয়র রাস্তাটি সংস্কারের পর ঢাকা-সিলেট মহাসড়কের এই বঙ্গবন্ধু সরণিতে ঢোকার মাথায় একটি বঙ্গবন্ধু ম্যুরাল তৈরি করে। সেটিও ভাঙা হয়েছে। ভৈরবপুর সড়কের মাথা এলাকায় একটি মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙা হয়েছে। এছাড়া ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের ট্রমা সেন্টারের পাশে নির্মিত আইভী রহমান টাওয়ারের তিন পাশে আইভি রহমানের তিনটি ম্যুরাল ভাঙা হয়েছে। এছাড়া আইভি রহমানের নিজ গ্রাম চন্ডিবের এলাকায়ও একটি স্মৃতি ভাস্কর্য ছিলো। সেখানেও একটি শহীদ আইভি রহমানের নামেও একটি ম্যুরাল ছিলো ওই মুর্যালটিও ভাঙা হয়েছে। তবে ভৈরব পৌরসভার ভিতরে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর ম্যুরালটি এখনও অক্ষত অবস্থায় আছে।
৪ ও ৫ আগস্ট ভাংচুর ও ব্যাপক লুটপাট করা হয়েছে শহরের খরমপট্টি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বর্তমান জেলা কমিটির সদস্য বাছির উদ্দিন ফারুকী। তিনি সদর থানায় ক্ষয়ক্ষতির একটি তালিকা জমা দিয়ে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু সেসময় মামলা নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাছির উদ্দিন ফারুকী। তখনকার থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, কেবল ক্ষয়ক্ষতির একটি তালিকা তাঁর কাছে জমা দেওয়া হয়েছে। কেউ কোন মামলা দিতে আসেননি।
তবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ক্ষয়ক্ষতি নিরূপন করে গণপূর্ত বিভাগ একটি বাজেট প্রণয়ন করে জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে বলে জানা গেছে। জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর জানিয়েছেন, জেলা প্রশাসন থেকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ক্ষয়ক্ষতি নিরূপন করে একটি বাজেট প্রণয়নের জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই মেতাবেক সরেজমিন পরিদর্শন করে সংস্কার ও আনুষঙ্গিক মালামাল ক্রয় বাবদ ৮৩ লাখ ৬২ হাজার ১৭ টাকার একটি বাজেট প্রণয়ন করে তিনি গত ১৩ মে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন। বাজেট অনুযায়ী টাকা বরাদ্দ হলেই কাজ শুরু করবেন বলে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। বাজেট প্রস্তাবটি জেলা প্রশাসক কার্যালয় থেকে মাসখানেক আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনও এ ব্যাপারে কোন অগ্রগতি জানা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজাবে রহমত। তবে বাজেট আসলেই কাজ আরম্ভ করা যাবে বলে তিনি জানিয়েছেন।