• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এখন থেকেই চলছে সরস্বতী পূজার প্রতিমা তৈরি

# নিজস্ব প্রতিবেদক :-
আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতীর পূজা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠনগুলোতে ব্যাপকভাবে এই সরস্বতী পূজার আয়োজন করা হয়ে থাকে। এখনও এক মাসের বেশি সময় বাকি। তার পরও এখন থেকেই কিশোরগঞ্জে চলছে প্রতিমা তৈরির কাজ। বানাতে হবে শত শত প্রতিমা। ফলে এখন থেকেই কাজে না লাগলে সামাল দেওয়া যাবে না। আর সেই কারণেই প্রতিমা শিল্পী পলাশ পাল তাঁর ছোটভাই চন্দন পালকে নিয়ে প্রতিমা তৈরি শুরু করে দিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে জেলা শহরের কালীবাড়িতে গিয়ে দেখা গেছে, দুই ভাই খড় আর বাঁশ দিয়ে শতাধিক প্রতিমার প্রাথমিক কাঠামো তৈরি করে সারিবদ্ধভাবে রেখে দিয়েছেন। এখান থেকে একেকটি নিচ্ছেন, আর তাতে কাদামাটি মেখে অবয়ব ফুটিয়ে তুলছেন। সবশেষে রংতুলির আঁড়চে ফুটিয়ে তুলবেন বিদ্যা দেবীর প্রখর চাহনি সংবলিত বুদ্ধিদীপ্ত চেহারা। বড় প্রতিমাগুলোতে শাড়িও পরাতে হয়।
পলাশ পাল জানান, তাঁদের বাড়ি কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা এলাকায়। প্রতিমা তৈরি তাঁদের বংশগত পেশা। তাঁর প্রয়াত দাদু ব্রজেন্দ্র পাল একজন প্রখ্যাত প্রতিমা শিল্পী ছিলেন। পলাশ পালের বাবা নারায়ণ পালও (৬০) একজন বড় মাপের প্রতিমা শিল্পী। বাবার কাছ থেকেই এরা দুই ভাই পলাশ পাল ও চন্দন পাল প্রতিমা তৈরির কাজ হাতেকলমে রপ্ত করেছেন।
পলাশ পাল জানালেন, ছোট আকারের প্রতিমাগুলো এক হাজার টাকায় বিক্রি করেন। আবার কেউ অগ্রিম বুকিং দিয়ে ১০ হাজার টাকা দামের বড় আকারের প্রতিমাও তৈরি করান। তাঁরা দুই ভাই দুর্গা পূজা আর শ্যামা পূজাসহ প্রতিটি পূজাতেই প্রচুর প্রতিমা তৈরি করেন। শরস্বতী পূজার জন্য শত শত প্রতিমা তৈরি করতে হবে। যে কারণে এখন থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন বলে জানালেন পলাশ পাল। তবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি কেমন দাঁড়ায়, তাঁর ওপর প্রতিমা বিক্রি নির্ভর করবে বলেও তিনি মন্তব্য করেছেন।
শহরের নীলগঞ্জ রোডের চাকুরিজীবী সূচিত্রা সেন ও সরকারি গুরুদয়াল কলেজের পদার্থ বিদ্যার শিক্ষার্থী অমল চন্দ্র রায় জানান, শিক্ষার্থীরা সরস্বতী পূজা একটি আলাদা আবেগে পালন করেন। এসময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি উৎসবের আবহ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *