• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রূপম দাসের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুস ছাত্তার, এরফান উদ্দিন, এমদাদুল হক ভুলু, এমদাদুল হক মাসুদ, মানছুরুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, পৌর বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন, মাহফুজুর রহমান।
এছাড়াও উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন, যুগ্ম-আহবায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা কৃষক দলের সভাপতি সামছুল হক মিঠু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল ও পৌর ছাত্রদলের আহবায়ক সামছুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মাসুদ বলেন, আমাদের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন দলীয় কাজে ঢাকায় অবস্থান করছেন। তাঁর পক্ষে আমরা স্থানীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *