• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভৈরবে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

# মো. আল আমিন টিটু :-
ভৈরবে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া সমাজের অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসা উচিত। যাতে করে শীতার্ত মানুষ কষ্ট লাঘব হয়।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১ হাজার ৯০৬টি কম্বল বরাদ্দ এসেছে। এরই অংশ হিসেবে উপজেলার ৭টি ইউনিয়নে ১ হাজার ৪শ কম্বল বিতরণ করা হয়েছে। বাকীগুলোও পর্যায়ক্রমে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুর রহমান বলেন, প্রথম ধাপে আমরা সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১ হাজার ৯০৬টি কম্বল বরাদ্দ পেয়েছি। এরই মধ্যে প্রতি ইউনিয়নে ২শ করে মোট ১ হাজার ৪শ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেলে দ্বিতীয় ধাপে আরও কম্বল আসতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *