# মো. আল আমিন টিটু :-
ভৈরবে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া সমাজের অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসা উচিত। যাতে করে শীতার্ত মানুষ কষ্ট লাঘব হয়।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১ হাজার ৯০৬টি কম্বল বরাদ্দ এসেছে। এরই অংশ হিসেবে উপজেলার ৭টি ইউনিয়নে ১ হাজার ৪শ কম্বল বিতরণ করা হয়েছে। বাকীগুলোও পর্যায়ক্রমে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুর রহমান বলেন, প্রথম ধাপে আমরা সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১ হাজার ৯০৬টি কম্বল বরাদ্দ পেয়েছি। এরই মধ্যে প্রতি ইউনিয়নে ২শ করে মোট ১ হাজার ৪শ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেলে দ্বিতীয় ধাপে আরও কম্বল আসতে পারে।