# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ ডায়ালগ সেশনে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধে কিভাবে রেফারেন্স ম্যাকানিজম কাজে লাগাতে হবে, সে সম্পর্কে আলোচনা করা হয়।
অ্যাডভোকেসি ডায়ালগে উপিস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, সদর উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হোমায়রা আফরিন, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, পপি কর্মকর্তা গৌরব মোদক, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাত, ব্র্যাকের জেলা পর্যায়ের সকল কর্মসূচীর প্রধানগণ ও ভলান্টিয়ারগণ।
ডায়ালগটি সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল বাতেন। উক্ত সেশনে উপস্থিত অতিথিবৃন্দ সকলেই নারী শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে অভিভাবক ও কমিটি পর্যায়ে সরকারি-বেসরকারি সেবাসমূহ সম্পর্কে আলোচনা করার সুপারিশ করেন।