# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক, বাজিতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া।
বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মাণে তাদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।