• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সমকাল প্রতিনিধিদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

সমকাল প্রতিনিধিদের
ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

# নিজস্ব প্রতিবেদক :-
দৈনিক সমকালের উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফরমে প্রকাশিত ও প্রচারিত তথ্যের সত্যতা যাচাইয়ে ফ্যাক্ট চেকিং, ডিজিটাল নিরাপত্তা বিধান ও নির্বাচনী সংবাদ পরিবেশনার ওপর জেলা প্রতিনিধিদের নিয়ে কর্মশালা করা হয়েছে। ১২ ও ১৩ ডিসেম্বর ঢাকায় সমকালের প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মশালায় কিশোরগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, রাঙামাটি, কুষ্টিয়াসহ নির্ধারিত ২০টি জেলা থেকে জেলা প্রতিনিধিগণ অংশ নিয়েছিলেন।
ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে ‘এমআরডিআই’ নামে একটি প্রতিষ্ঠান। প্রথম দিন সকাল সাড়ে ৯টায় এমআরডিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমানের স্বাগত বক্তব্যের পর কর্মশালার উদ্বোধন করেন সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। এসময় সমকালের মফস্বল সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল ডিভাইসের নিরাপত্তা, সাইভার নিরাপত্তা, পাসওয়ার্ড নিরাপত্তা, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফরমে প্রকাশিত তথ্য, স্থির চিত্র, ভিডিও দৃশ্য ও নির্বাচনী সংবাদ পরিবেশনার ওপর একটি প্রশিক্ষক প্যানেল দু’দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করে।
ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গ্রামীণ ফোনের ‘থার্ড পার্টি রিস্ক ম্যানেজমেন্ট’ শাখার প্রধান মো. শাহাদাত হোসেন। নির্বাচনী সংবাদ পরিবেশনা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক সাখাওয়াত লিটন। আর ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ‘ফ্যাক্টওয়াচ’ প্রতিষ্ঠানের সহকারী সম্পাদক শুভাশীষ দ্বীপ। এসময় বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তথ্যের সত্যতা যাচাইয়ের পদ্ধতি বোঝানো হয়।
প্রশিক্ষণ শেষে সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *