• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাওর অধ্যুষিত নিকলীতে কিশোরীদের হ্যান্ডবল

হাওর অধ্যুষিত নিকলীতে
কিশোরীদের হ্যান্ডবল

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা নিকলীতে কিশোরীদের নিয়ে আন্তঃস্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। বেসরকারি উন্নয়ন সংস্থা পপির একটি প্রকল্পের আওতায় আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। প্রতিটি বিদ্যালয়ের ছাত্রীরা বিপুল উৎসাহে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কিশোরীদের নিয়ে এ ধরনের আয়োজন এলাকার অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ ছড়িয়ে দিয়েছে।
শনিবার নিকলী সদরের শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শহীদ স্মরণিকা ও দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় দলের মধ্যে। এতে কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। জেলা পপি সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে পুরস্কার চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দে। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে সমাজে বিরাজমান লিঙ্গ বৈষম্য নিয়ে সুসংস্কার ও বাধা অপসারণে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। এসব বাধা অপসারনে এ ধরনের আয়োজন এক প্রকার সামাজিক আন্দোলনের মত ভূমিকা রাখবে। মেয়েরা প্রমাণ করেছে তাদের সক্ষমতা, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ও আত্মবিশ্বাসের। এক সময় ধারণা ছিল, এ ধরনের খেলাধুলা মেয়েদের জন্য অশোভন। এই ধারণা এখন দিন দিন ভুল প্রমাণিত হচ্ছে।
ফরিদুল আলম বলেছেন, এ ধরনের আয়োজন দলগত কাজের অভিজ্ঞতা বাড়াবে, দক্ষতা বাড়াবে এবং নেতৃত্ব দেওয়ার গুণগত বৈশিষ্ট দৃশ্যমান করবে। এ ধরনের আয়োজন মেয়েদের জন্য সমান সুযোগ ও সহায়ক পরিবেশ তৈরি করবে এবং সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে।
খেলা পরিচালনা করেন জিসি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ ও মহরকোণা আশরাফিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ হোসেন আলী। শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *