# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুপম দাস। ৭ ডিসেম্বর রোববার দুপুরে তিনি এ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে একই দিন সকালে তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। রুপম দাস ৩৭তম বিসিএস (প্রশাসন) কর্মকর্তা। এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।