# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. নুরুন্নবী। ৭ ডিসেম্বর রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি টাঙ্গাইল জেলার সদর থানায় কর্মরত ছিলেন এবং সেখানেই দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। নতুন দায়িত্ব গ্রহণের পর ওসি নুরুন্নবী কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে থানার কর্মকর্তারা নতুন ওসিকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার বিভিন্ন শাখার পুলিশ সদস্যরা।
তার যোগদানের মাধ্যমে থানার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।